চলতি বছরে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবের মক্কা ও মদিনায় ৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে সোমবার (১৯ মে) এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মৃত্যুবরণকারী হজযাত্রীদের মধ্যে ৭ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। মক্কায় ৩ জন ও মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন—পঞ্চগড় সদরের আল হামিদা বানু (৫৪), নীলফামারী সদরের মো. বয়েজউদ্দীন (৭২), কিশোরগঞ্জ বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), রাজবাড়ী পাংশার খলিলুর রহমান (৭০), ঢাকা মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর (৬০), জামালপুর বকশিগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), চট্টগ্রামের সন্দ্বীপের অহিদুর রহমান (৭২) এবং গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬১)।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং নিয়ম অনুযায়ী সৌদি আরবে সরকারি ব্যবস্থাপনায় জানাজা ও দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এদিকে হজযাত্রীদের চিকিৎসা সেবার জন্য সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের আওতায় এখন পর্যন্ত ১৫ হাজার ২৮১টি স্বয়ংক্রিয় প্রেসক্রিপশন প্রদান করা হয়েছে এবং সরাসরি চিকিৎসাসেবা পেয়েছেন ৯ হাজার ৯২০ জন হজযাত্রী।
চলতি বছর হজের জন্য মোট ৮৬ হাজার ৭৭৮টি ভিসা ইস্যু হয়েছে, যার মধ্যে সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থাপনার আওতায় শতভাগ ভিসা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৪৯ হাজার ৯০৪ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৫ হাজার ৩২১ জন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত মোট ১২৬টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৬৩টি, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট। যাত্রী সংখ্যার হিসাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে গেছেন ২৪ হাজার ৬৯৮ জন, সৌদি এয়ারলাইন্সে ১৬ হাজার ৯৪৩ জন এবং ফাইনাস এয়ারলাইন্সে ৮ হাজার ২৬৩ জন হজযাত্রী।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৫ সালের হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ ৫ জুন।
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর জন্য নির্ধারিত কোটা ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন। মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৭০টি।
হজযাত্রীদের যাত্রা শুরু হয়েছে ২৯ এপ্রিল থেকে এবং শেষ ফ্লাইট যাবে ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ ফ্লাইট ১০ জুলাই দেশে পৌঁছাবে।
একটি মন্তব্য পোস্ট করুন