খুবই খতরনাক টাইপের ক্যান্সারে আক্রান্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ"

আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ গুরুতর ধরনের ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য।

বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আব্দুল হামিদের ফুসফুসে একটি সন্দেহজনক গ্রোথ পাওয়া গেছে, যা নন-স্মল সেল লাং ক্যান্সার হিসেবে শনাক্ত হয়েছে। এটি অত্যন্ত বিপজ্জনক একটি ধরণের ক্যান্সার এবং ইতোমধ্যে তা শরীরে ছড়িয়ে পড়েছে।”

পিনাকী ভট্টাচার্য আরও উল্লেখ করেন, “ঢাকার সিএমএইচ হাসপাতালে প্রাথমিকভাবে সমস্যাটি ধরা পড়ে এবং পরে থাইল্যান্ডে তাঁর বায়োপসি করা হয়। সাবেক রাষ্ট্রপতি দীর্ঘদিন চেইন স্মোকার ছিলেন, যা এই রোগের সম্ভাবনা বাড়িয়েছে।”

তিনি আরও বলেন, “হামিদ সাহেবকে সম্প্রতি এয়ারপোর্টে লুঙ্গি পরে হুইলচেয়ারে দেখা গেছে। সেই অবস্থা দেখে মনে হচ্ছে না, তিনি আগ্রাসী চিকিৎসা নিতে পারবেন। তবে আমি তার দ্রুত আরোগ্য কামনা করি।”

পিনাকী তার পোস্টে এটিকে একটি “মেডিকেল আপডেট” হিসেবে উল্লেখ করে লেখেন, “এই তথ্য অনেক হিসাব মেলাতে সহায়ক হবে।”

Post a Comment

নবীনতর পূর্বতন