নারী কমিশনের প্রস্তাব পতিত স্বৈরাচা রের এজেন্ডা বাস্তবায়নের দলিল : মহিলা ফোরাম

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মহিলা ফোরাম। রবিবার (১৮ মে) বিকেলে নগরীর শিববাড়ি মোড়ে শহীদ মীর মুগ্ধ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত যে ১০টির মতো সংস্কার সুপারিশ জমা দেওয়া হয়েছে, তার অধিকাংশই কুরআনের মূলনীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। তাদের ভাষায়, এসব প্রস্তাব একটি নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষ থেকে পতিত ফ্যাসিবাদী ও স্বৈরাচারী এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত বহন করে। তাই শুধু এই প্রস্তাবনাগুলো নয়, পুরো নারী বিষয়ক সংস্কার কমিশনই বাতিল করার দাবি জানান তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা মহিলা ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট সাখিয়া বেগম এবং সঞ্চালনা করেন সদস্যসচিব ফাতমা হক লাকি। এছাড়া বক্তব্য রাখেন নারী নেত্রী ডা. রুখসানা সুলতানা, ফাতিমা বেগম, নাজমুন্নেসা, সাইয়েদা নাসরিন সুলতানা রোজী, রেবেকা সুলতানা, সালমা আতিকা, শাহানারা বেগম, দোররোশ শাহার লাকি, নাসরিন জামান, সাহিদা খাতুনসহ অনেকে।

বক্তারা বলেন, নারীর অধিকার ও মর্যাদার বিষয়টি সংবেদনশীল। তাই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ধর্মীয় স্কলার ও সমাজবিজ্ঞানীসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করে একটি সর্বজনগ্রহণযোগ্য ও ন্যায্য নীতিমালা তৈরি করা জরুরি। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, কমিশনের প্রস্তাবিত সুপারিশসমূহ বাস্তবায়ন হলে তা দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি করবে।

বক্তারা আরও দাবি করেন, কমিশনের প্রতিবেদন ধর্মকে নারীর প্রতি বৈষম্যের উৎস হিসেবে চিহ্নিত করেছে, যা দেশের সচেতন নারী সমাজের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তাই এই সুপারিশসমূহ ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে বলেও জানান তারা।

Post a Comment

নবীনতর পূর্বতন