আসছে নতুন নোট, ৫ টাকায় থাকছে আবু সাঈদ ও মুগ্ধের ছবি

ঈদুল আজহার আগে ও পরে বাজারে আসছে নতুন রূপে ছাপানো বিভিন্ন মূল্যমানের কাগুজে টাকা। তবে এবার এসব নোটে থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। পরিবর্তে প্রতিফলিত হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি ও নতুন প্রজন্মের প্রতীক।

বিশেষভাবে আলোচনায় এসেছে নতুন ৫ টাকার নোট। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইউরোপ থেকে কাগজ সরবরাহে কিছুটা বিলম্ব হওয়ায় এই নোট বাজারে আসবে ঈদের পরে। এই নোটে প্রতীকীভাবে উপস্থাপন করা হয়েছে তারুণ্য ও সাহসিকতার চিত্র—‘আবু সাঈদ ও মুগ্ধ’-এর অবয়ব দিয়ে।

নতুন এই নোটগুলোর ডিজাইনে যুক্ত হয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন। এগুলোর মধ্যে রয়েছে—কান্তজিউ মন্দির, বৌদ্ধ মন্দির, আতিয়া মসজিদ, বঙ্গভবন, জাতীয় স্মৃতিসৌধ, বায়তুল মোকাররম মসজিদ, সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও চিত্রা হরিণ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্র এবং ধর্মীয় সহনশীলতার প্রতীক হিসেবে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ছবি। এছাড়াও থাকছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, “নতুন নোটে বঙ্গবন্ধুর ছবি না থাকলেও, স্বাধীনতার ইতিহাস, তারুণ্য, সাহসিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে ছাপার কাজ শুরু হয়েছে এবং ঈদের আগে কিছু নোট বাজারে আসার সম্ভাবনা রয়েছে।”

উল্লেখ্য, দেশে প্রথম কাগুজে টাকা চালু হয় ১৯৭২ সালের ৪ মার্চ। এরপর পর্যায়ক্রমে ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট চালু হয়। সর্বশেষ ২০২০ সালে বাজারে এসেছে ২০০ টাকার নোট।

Post a Comment

নবীনতর পূর্বতন