গাজায় টানা এগারো সপ্তাহের অবরোধ কাটিয়ে সীমান্ত পেরিয়ে কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও এখনও সেগুলোর কোনোটিই গন্তব্যে পৌঁছে বিতরণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে জাতিসংঘ।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার গাজায় ৯৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। এতে ছিল আটা, শিশু খাদ্য ও ওষুধ। তবে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, কেরেম শালোম সীমান্ত দিয়ে ফিলিস্তিনি অঞ্চলে ট্রাকগুলো পৌঁছালেও সেগুলো এখনো বিতরণ করা যায়নি।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, তাদের দল ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা সীমান্তেই অবস্থান করেছে। কিন্তু শেষ পর্যন্ত তারা ত্রাণবাহী ট্রাকগুলোর পণ্যজাত দ্রব্য জাতিসংঘের গুদামে নিতে পারেনি।
বিশ্বব্যাপী মানবিক সহায়তায় যুক্ত বিশেষজ্ঞরা যখন গাজায় দুর্ভিক্ষের আশঙ্কায় সতর্ক করছেন, তখনই ইসরায়েল সীমিত আকারে খাদ্য প্রবেশে সম্মতি দেয়।
এদিকে, গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসনের পরিপ্রেক্ষিতে কূটনৈতিকভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি পার্লামেন্টে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে।
তিনি বলেন, “আমরা ২০৩০ সালের দ্বিপাক্ষিক রোডম্যাপের আওতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবো। বর্তমান নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ড আমাদের এই সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে।”
ডেভিড ল্যামি আরও জানান, লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করাটা ‘অসমর্থনযোগ্য’।
একটি মন্তব্য পোস্ট করুন