বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রাজপথ থেকে পিছু হটার কোনো বিকল্প নেই। বুধবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।
পোস্টে ইশরাক লিখেন, "নির্দেশ একটাই—যতদিন প্রয়োজন, রাজপথ ছাড়ব না।" একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক আচরণ বজায় রেখেই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থেকে পদত্যাগের আহ্বান জানাচ্ছেন।
তার ভাষায়, "আপনারা রাজনৈতিক সংশ্লিষ্টতা বজায় রেখে বর্তমানে দায়িত্ব পালন করছেন—এটি স্পষ্ট। ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে অংশ নেবেন এমন ইঙ্গিতও রয়েছে। এমন পরিস্থিতিতে আপনাদের পদত্যাগ কোনোভাবেই অযৌক্তিক নয় বরং সময়োপযোগী সিদ্ধান্ত হবে।"
ইশরাক নাহিদ ইসলামের দৃষ্টান্ত তুলে ধরে লেখেন, "তিনি চাইলে আরও কিছুদিন মন্ত্রীত্ব করতে পারতেন, কিন্তু রাজনৈতিক নৈতিকতা বজায় রাখতে নিজ থেকে সরে দাঁড়িয়েছেন। একইভাবে, অতীতে সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর মতো নেতারাও রাজনৈতিক আদর্শের কারণে মন্ত্রীত্ব বর্জন করেছেন।"
তিনি বলেন, "আপনারা পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার ইমেজ আরও শক্তিশালী হবে। দলের হয়ে কাজ করতে চাইলে সরাসরি রাজনীতিতে যুক্ত হয়ে অভিজ্ঞতা অর্জন করুন। ক্ষমতায় থেকে দলীয় স্বার্থে সুবিধা দেওয়া বন্ধ করা অসম্ভব—এটা কারোর পক্ষেই সম্ভব নয়।"
নিজের ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে তিনি লেখেন, "হয়তো এখন অনেকেই বলবেন, আমি নিজে মেয়র পদ পেতে আন্দোলন করেছি। কিন্তু সেটা ছিল একটি ভুল নীতির প্রতিবাদ। জনগণকে সঠিক তথ্য দেওয়া ছিল জরুরি।" তিনি আরও দাবি করেন, "বর্তমান পরিস্থিতিতে পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প নেই। ক্ষমতা ধরে রেখে নিরপেক্ষ থাকা একপ্রকার অসম্ভব।"
উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বসানোর দাবিতে গত কয়েক দিন ধরে নগর ভবনের সামনে 'ঢাকাবাসী' ব্যানারে অবস্থান কর্মসূচি চলছে। আজও কর্মসূচি অব্যাহত রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন