গাজীপুর মহানগরের গাছা থানার ছয়দানা ভূষিরমিল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান দখলে নিতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার শিকার হয়েছেন থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়া।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর ৩৪ নম্বর ওয়ার্ডের ভূষিরমিল মেম্বার বাড়ি রোডে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শাহীন মিয়া গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, থানা আওয়ামী মোটর শ্রমিক লীগের সভাপতি শিবলু খানের নেতৃত্বে আজাহার খান, ঝিনঝিরা রাকিব ও সোহরাব হোসেন বাবুসহ ৬০-৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা শাহীন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং মূল্যবান মালামাল লুটে নেয়।
ভুক্তভোগী শাহীন মিয়া জানান, তার পরিচালিত ডিস, ইন্টারনেট এবং ময়লা ব্যবস্থাপনা ব্যবসা জোরপূর্বক দখল করতেই এ হামলা চালানো হয়েছে। হামলাকারীরা তার অফিস থেকে কম্পিউটার, ল্যাপটপসহ ইন্টারনেট সংক্রান্ত নানা যন্ত্রপাতি নিয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময়কার সিসিটিভি ফুটেজ পুলিশের কাছে জমা দেওয়া হলেও গাছা থানা মামলা নিতে অনাগ্রহ দেখাচ্ছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) লিয়াকত হোসেন জানান, “আমাকে অভিযোগ পাঠাতে বলেছি, বিষয়টি খতিয়ে দেখা হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন