মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান মামুনুল হকের

বিভেদ ও মতবিরোধ ভুলে রাষ্ট্র পরিচালনায় প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর হেফাজতের আয়োজনে বিক্ষোভ-পূর্ব এক সমাবেশে তিনি এ বক্তব্য দেন।

মামুনুল হক বলেন, “শহিদদের রক্ত এখনো শুকায়নি, অথচ শাসকগোষ্ঠী নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। এসব রুখতে ‘জুলাই চেতনা’কে উজ্জীবিত করে সব দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তিনি নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা চত্বর ও জুলাইয়ের ঘটনার বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর প্রত্যাহার, এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের ওপর হামলা বন্ধের দাবিতে আন্দোলনের ঘোষণা দেন।

তিনি আরও বলেন, “দেশে যৌক্তিক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সংবিধান ও রাজনৈতিক সংস্কার জরুরি। তার আগে গণহত্যাকারী হাসিনা এবং তার সহযোগীদের বিচার জনগণের সামনে দৃশ্যমান করতে হবে।”
বিএনপি, জামায়াত, ছাত্রসমাজ ও হেফাজতের মধ্যে মতভেদ ভুলে সবাইকে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

নারীদের মর্যাদা প্রসঙ্গে মামুনুল হক বলেন, “ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে। হেফাজত ইসলাম নারীদের অধিকার রক্ষায় সরকারের প্রতি আহ্বান জানায়। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে আমরা ঘরে ঘরে গিয়ে নারীদের অধিকার আদায়ে কাজ করব।”
তিনি দাবি করেন, নারী সংস্কার কমিশন থেকে বহুত্ববাদী মতবাদ বাদ দিতে হবে এবং এই কমিশনের বিতর্কিত প্রস্তাবে সরকার সম্মতি দেবে না বলেই তারা বিশ্বাস করেন।

শাপলা চত্বরের ঘটনার বিচার নিশ্চিত করতে একটি কমিশন গঠনেরও দাবি জানান মামুনুল হক।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Post a Comment

নবীনতর পূর্বতন