কানাডায় ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী মার্ক কার্নি

কানাডায় ঘুণা বা সহিংসতার কোনো স্থান নেই বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গণপরিবহনে এক মুসলিম তরুণির ওপর বিনা উষ্কানিতে হামলার প্রতিক্রিয়ায় তিনি একথা জানান। খবর সিবিসির।

সোমবার সন্ধ্যায় কানাটায় গণপরিবহনে ‘হেট ক্রাইমের’ শিকার হন এক তরুণি। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। সামাজেকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অটোয়ায় এক মুসলিম তরুণি গণপরিবহনে বিনা উষ্কানিতে হামলার শিকার হয়েছেন। তাকে হুমকি এবং অপমানও করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমাদের শহর বা আমাদের দেশে ঘৃণা এবং সহিংসতার কোনো স্থান নেই। অপরাধীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমি ভুক্তভোগীর সাথে আছি। আমাদের দেশে কেউ কর্মক্ষেত্রে বা স্কুলে যাওয়ার সময় নিরাপত্তাহীনতায় থাকা উচিত নয়।’



পুলিশ বলছে, সন্দেহভাজন শ্বেতাঙ্গ ব্যক্তির বয়স বিশ বা ত্রিশ বছর। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি, তার গড়ন পাতলা এবং দাড়ি ছিলো। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সন্ধান করছে পুলিশ। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের এক নেতা আয়েশা শেরাজি এ ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, লোকজন ভীত ও ক্রুদ্ধ।


তিনি বলেন, ‘অভিযুক্ত ব্যক্তি ইসলামবিদ্বেষী মন্তব্য করেছেন এবং ওই নারীর জীবনকে হুমকির মুখে ফেলেছেন।’ তার মতে, ‘আমি আশা করি পুলিশ তাকে খুঁজে বের করতে সক্ষম হবে এবং সবাই এ বিষয়ে পুলিশকে সহায়তা করবে।’

এ ঘটনার পর সামাজিক মাধ্যম ফেসবুকে এক সতর্কবার্তায় কানাটা মুসলিম অ্যাসোসিয়েশন জানায়, ‘সংখ্যালঘু বিশেষ করে যেসব নারী হিজাব পড়েন, দয়া করে তারা সবাই গণপরিবহনে সাবধানে থাকবেন। যদি কেউ হয়রানি বা হামলার শিকার হন অথবা ঘটনার প্রত্যক্ষদর্শী হন তাহলে অবিলম্বে পুলিশকে জানাবেন।’

মঙ্গলবার বিকেলে সামাজিকমাধ্যমে একটি পোস্টে মেয়র মার্ক সাটক্লিফ এই হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সকলকে ইসলাম বিদ্বেষ এবং সকল ধরণের ঘৃণার বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে। গণপরিবহনে ভ্রমণ করার সময় প্রত্যেকেরই নিরাপদ থাকার অধিকার রয়েছে।’

Post a Comment

নবীনতর পূর্বতন