গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিয়ানে মাদকদ্রব উদ্ধারসহ ৮জন গ্রেফতার


মোঃ আবদুস সালাম তালুকদার 
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদকদ্রবসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (২০ আগস্ট) সকাল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার রহনপুর রেল স্টেশন কেডিসিপাড়ায় এই অভিযান পরিচালিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, বুধবার সকাল ৫টার দিকে ডিএনসি, চাঁপাইনবাবগঞ্জ টীমের উদ্যোগে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন রুবেল এর নেতৃত্বে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, কাস্টমসের সমম্বয়ে টাস্কফোর্স টীম গঠন করে গেমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি মাদকপ্রবন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করে ৮৪০ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন, ৪৬৯ টি হেরোইনের পুরিয়া, ১৩শ গ্রাম গাঁজা , ১৯ লিটার চোলাই মদ, মাদকবিক্রিত নগদ ৫৬,১৭৫ টাকা, হেরোইন পরিমাপক মেশিন-০৩ টি, মোবাইল সেট-০১ টি উদ্ধার করা হয়েছে। এবং ৮জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ জনের বিরুদ্ধে ৩টি নিয়মিত মামলা করা হয়েছে । অন্য ৩জনকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকে ১মাস করে এবং ১ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন উপজেলার রহনপুর কেডিসি পাড়ার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী মোসা: আছমা বেগম (৫৫), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ তানু (৪৫), মোঃ ইকরামুলের স্ত্রী মোসাঃ চিরল (৩৮), মোঃ তাজুর স্ত্রী মোসাঃ বিজলী (৫০), মৃত ইসলামের স্ত্রী মোসাঃ বুধি (৫০) এই ৫ জনকে নিয়মিত মামলায় আদালত প্রেরণ করা হয়েছে। অপর তিনজন হলো একই উপজেলার রহনপুর নুনগোলা কেডিসি পাড়ার মোঃ খোশ মোহাম্মদের ছেলে মোঃ আরিফ (২৯), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ মরু (৪০) ও উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মোঃ কাদির (৪৫) এই ৩জনকে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দুই জনকে ১মাস করে ও একজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
        
 চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপপরিচালক আরো জানান আমাদের এই মাদক বিরোধী অভিযান আগামীতে অব্যহত থাকবে।


#
মোঃ আবদুস সালাম তালুকদার  
চাঁপাইনবাবগঞ্জ। 

Post a Comment

নবীনতর পূর্বতন