গোমস্তাপুরে কেজি স্কুলের ২০২৪ শের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।


মোঃ আবদুস সালাম তালুকদার 
গোমস্তাপুর প্রতিনিধি

গোমস্তাপুরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৪ সালের বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৩ জুলাই) সকাল ১০টায় স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জিন্নাউল আওয়াল (জিন্নাহ) এর সভাপতিত্বে ও উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ মইদুল ইসলামের সঞ্চালনায় এতে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার হাবিব, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ নজিবুর রহমান, মেসার্স মারুফ ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আল মামুন, বিশিষ্ট চাউল ব্যবসায়ী মোঃ আখতারুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সাদিকুল ইসলাম, বিশিষ্ট চাউল ব্যবসায়ী মোঃ হারুন অর রশিদ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি ছাত্র ছাত্রী প্রমূখ।

শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৬৭জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

Post a Comment

নবীনতর পূর্বতন