ইরানের মিসাইলের আঘাতের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পশ্চিমাঞ্চলের গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা এমডিএ। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ইসরায়েলের হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন।
এদিকে ইরান থেকে নিক্ষেপ করা একের পর এক ক্ষেপণাস্ত্রের মুখে ইসরায়েলি সামরিক বাহিনী বাসিন্দাদের সুরক্ষিত স্থানে যেতে যে আদেশ জারি করেছিল, তা তুলে নেওয়া হয়েছে।
এখন হালনাগাদ আদেশে বলা হয়েছে, দেশজুড়ে বাসিন্দারা চাইলে সুরক্ষিত স্থান ছেড়ে যেতে পারবেন। তবে আশপাশে থাকতে হবে।
সূত্র : বিবিসি ও আলজাজিরা
একটি মন্তব্য পোস্ট করুন