ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। আল–জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ওয়াল স্ট্রিট জার্নালে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আয়াতুল্লাহ আলী খামেনিও লক্ষ্যবস্তু হবেন, এটা মোটেও উড়িয়ে দেওয়া যায় না।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাও ইসরায়েলি অভিযানের আওতার বাইরে নন।
সম্প্রতি ইসরায়েল ইরানের ভেতরে একাধিক সামরিক হামলা চালানোর পর আয়াতুল্লাহ খামেনি তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি ইসরায়েলের বিরুদ্ধে ‘কড়া জবাব’ দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর পাল্টা জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সরাসরি খামেনিকে লক্ষ্য করে বলেন, ‘খামেনি তাঁর দেশের জনগণকে জিম্মি করে রেখেছেন। যদি ইসরায়েলের নাগরিকদের কোনো ক্ষতি হয়, তাহলে ইরানকে এর চড়া মূল্য দিতে হবে।’ তিনি আরও সতর্ক করেন, যদি খামেনি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন, তবে ‘তেহরান জ্বলবে’।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘আমরা আয়াতুল্লাহ সরকারের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে আঘাত হানব।’
একটি মন্তব্য পোস্ট করুন