মার্কিন হামলার জবাবে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এক বিবৃতিতে তারা বলেছে, ‘অপরাধী মার্কিন প্রশাসন’ অতীতের যুদ্ধ থেকে কোনো শিক্ষা নেয়নি, বরং ইরানের ওপর বোমাবর্ষণ করে আবারও সেই ব্যর্থ পথেই হেঁটেছে।
রেভল্যুশনারি গার্ড বলেছে, ‘যুক্তরাষ্ট্র বারবার একই ভুল করে চলেছে। এটি তাদের কৌশলগত অযোগ্যতা এবং অঞ্চলভিত্তিক বাস্তবতা উপেক্ষা করা ছাড়া আর কিছু না। ’
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের শান্তিপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে নিজেদের ‘আগ্রাসনের সম্মুখভাগে’ দাঁড় করিয়েছে।
হামলায় অংশগ্রহণকারী মার্কিন বিমানগুলোর কোথা থেকে উড়েছে তা শনাক্ত ও নজরদারির আওতায় আনা হয়েছে বলেও জানিয়েছে আইআরজিসি। তারা বলছে, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি তাদের শক্তি বাড়ায়নি, বরং আরও দুর্বল করেছে।’
ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান। দেশটি জানিয়েছে, ফোরদো পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নেয়।
একটি মন্তব্য পোস্ট করুন