গোমস্তাপুরে ডেঙ্গুতে প্রাণ গেল কৃষক কবির হোসেনের

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কবির হোসেন (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বুধবার (২৫ জুন) রামেক হাসপাতাল থেকে প্রকাশিত ডেঙ্গু পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।

নিহত কবির হোসেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানান, গত ১৯ জুন কবির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

তিনি আরও জানান, বর্তমানে রামেক হাসপাতালে আরও পাঁচজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে তিনজন নারী, দুইজন পুরুষ ও একজন শিশু। এছাড়া ফেরদৌসী (২৭) নামে এক নারী আইসিইউতে রয়েছেন। উল্লেখযোগ্যভাবে, সকলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু সংক্রমণের মাত্রা বাড়তে থাকায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত পরীক্ষা করাতে এবং চিকিৎসকের পরামর্শ নিতে।

Post a Comment

নবীনতর পূর্বতন