গাইবান্ধার রামভদ্র খানাবাড়ি এলাকায় এক বিএনপি নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।
নিহত ব্যক্তির নাম ইলিয়াস মিয়া (৪৫)। তিনি স্থানীয় পর্যায়ে বিএনপির সক্রিয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। শুক্রবার (৬ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামভদ্র খানাবাড়ি এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে সশস্ত্র হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শনিবার বিকেল চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইলিয়াস।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ইলিয়াস মিয়া সেদিন রাতে নিজের মাছের খামার থেকে ফিরছিলেন। পথে ওঁত পেতে থাকা যুবলীগ সংশ্লিষ্ট সুমন মিয়া, জুবায়ের, সাজু মিয়াসহ আট-দশজনের একটি দল তাকে ঘিরে ফেলে। তারা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে তার হাত-পা ভেঙে ফেলে এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে একদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এদিকে হত্যাকাণ্ড নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
একটি মন্তব্য পোস্ট করুন