ইরানের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্র ধ্বংসের সক্ষমতা ইসরায়েলের নেই : ট্রাম্প

ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্র ধ্বংস করার সক্ষমতা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২০ জুন) বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, “সত্যি ইসরায়েলের সক্ষমতা খুবই সীমিত। তারা হয়ত ফোর্দোর ছোট একটি ধ্বংস ক্ষতিগ্রস্ত করতে পারবে। কিন্তু তারা অনেক নিচে যেতে পারবে না। তাদের সক্ষমতা নেই। তবে এটির প্রয়োজনীয়তা সম্ভবত হবে না।”


এদিকে ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রটি মাটির প্রায় ২৬২ মিটার নিচে অবস্থিত। এই কেন্দ্রটি ধ্বংস করতে শক্তিশালী বাঙ্কার বাস্টার বোমার প্রয়োজন হবে। যেটি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই আছে। যদিও মার্কিনিদের কাছে থাকা ৩০ হাজার পাউন্ডের বাঙ্কার বাস্টারও এই কেন্দ্রটি ধ্বংস করতে পারবে কি না সেটি নিয়ে সন্দেহ আছে।

Post a Comment

নবীনতর পূর্বতন