বেসামরিক পারমাণবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন: সৌদি আরব

সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রণ কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক হামলায় বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু বানানো আন্তর্জাতিক আইন স্পষ্টভাবে লঙ্ঘন করে।


এই মন্তব্য আসে এমন সময়, যখন ইসরায়েল ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে খোন্দাব হেভি ওয়াটার গবেষণা রিঅ্যাক্টর।


বৃহস্পতিবার চালানো ওই হামলায় স্থাপনাটির গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA)। তবে IAEA আরও জানিয়েছে, যেহেতু এই স্থাপনাটি এখনো নির্মাণাধীন এবং সেখানে কোনো পারমাণবিক পদার্থ মজুত ছিল না, তাই তাৎক্ষণিকভাবে কোনো বিকিরণ ঝুঁকি নেই।

এর আগে ইসরায়েল ইরানের নাতাঞ্জ ও ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রেও হামলা চালায়। ফোরদো প্ল্যান্টটি ভূগর্ভে অবস্থিত, যার কারণে এটি অতীতে বহুবার ইসরায়েলি নজরদারির কেন্দ্রবিন্দুতে ছিল।


সৌদি আরবের এ বিবৃতিকে বিশেষজ্ঞরা “মধ্যপ্রাচ্যে পারমাণবিক নিরাপত্তা প্রশ্নে একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা” হিসেবে দেখছেন

Post a Comment

নবীনতর পূর্বতন