জুলাই বিপ্লবকে ব্যক্তিগত মালিকানা ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, এই বিপ্লব কোনও একক ব্যক্তি, সংগঠন কিংবা গোষ্ঠীর একচ্ছত্র সম্পত্তি নয়।
বৃহস্পতিবার (২২ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, “জুলাই বিপ্লব নিয়ে কিছু মানুষ ধান্দাবাজি করছেন, যেন এটা তাদের কেনা সম্পদ। অথচ এর কোনও ‘ঠিকাদারি’ কাউকে দেওয়া হয়নি। রাজনীতি করতে হলে নিজের আদর্শ, কর্মসূচি ও লক্ষ্য নিয়ে মানুষের কাছে যান। জুলাইকে পুঁজি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার দিন শেষ।”
তিনি আরও সতর্ক করে বলেন, “জুলাই কারও বাপ-দাদার সম্পত্তি নয়। অনেকেই এখন এই বিপ্লবকে বিক্রি করছেন। সময় থাকতে থামুন। নইলে আওয়ামী লীগের মতো দৌড়াতে হবে অচিরেই।”
---
SEO টাইটেল:
নুরুল হক নুরের হুঁশিয়ারি: "জুলাই বিপ্লব বিক্রি বন্ধ করুন, রাজনীতি করুন"
একটি মন্তব্য পোস্ট করুন