ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার রেশ না কাটতেই নয়াদিল্লি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে পার্সোনা নন গ্রাটা ঘোষণা করে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২২ মে ২০২৫) এক বিবৃতিতে জানিয়েছে, ওই কর্মকর্তা কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ঠিক কী ধরনের কর্মকাণ্ড—তা স্পষ্ট না করলেও, দিল্লি পরিষ্কার বলেছে যে ঘটনাটি কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
কিছুদিন আগেই কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৫ জন ভারতীয় ও এক নেপালি নাগরিক নিহত হন। ওই হামলার পেছনে ‘পাকিস্তানি সম্পৃক্ততা’ দেখিয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ও পাকিস্তানশাসিত কাশ্মিরে পাল্টা সামরিক অভিযান চালায় ভারতীয় বাহিনী। এর জবাবে পাকিস্তানও ভারতের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালায়। টানা চার দিনের এই হামলা-পাল্টা হামলা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে গড়ায়।
এমন উত্তপ্ত পটভূমিকায় পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কারকে দু’দেশের ভঙ্গুর সম্পর্কের আরেকটি বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। এর আগে পেহেলগামের ঘটনার পর একে অন্যের কূটনীতিকদের বহিষ্কার করেছিল দিল্লি ও ইসলামাবাদ।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিযুক্ত কর্মকর্তা ২৪ ঘন্টার মধ্যে ভারত ত্যাগ না করলে কূটনৈতিক প্রটোকল অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। যদিও তাঁর বিরুদ্ধে ক具体 কোন অপরাধের অভিযোগ আনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।
ঠিক এক সপ্তাহ আগেই দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের আরেক কূটনীতিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে ভারত দেশত্যাগের নির্দেশ দেয়। ধারাবাহিক এসব পদক্ষেপ দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বলে কূটনৈতিক মহল মনে করছে।
---
মূল পয়েন্ট সংক্ষেপে
দিল্লি পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তাকে “পার্সোনা নন গ্রাটা” ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে।
অভিযোগ—কূটনৈতিক মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক কর্মকাণ্ডে জড়িত থাকা; বিস্তারিত প্রকাশ করেনি দিল্লি।
সাম্প্রতিক কাশ্মির সংঘর্ষে দুই দেশের পাল্টা সামরিক হামলার পর পরিস্থিতি টালমাটাল।
এর আগেও পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের নজির রয়েছে; এক সপ্তাহ আগেই আরেক পাক কর্মকর্তাকে বহিষ্কার করেছিল ভারত।
বিশ্লেষকদের মতে, পদক্ষেপটি ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও জটিল ও অনিশ্চিত করে তুলেছে।
একটি মন্তব্য পোস্ট করুন