ভারতের সাম্প্রতিক অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের পানিস্বত্ব নিশ্চিত করতে মোহমান্দ বাঁধ নির্মাণ প্রকল্পে গতি বাড়ানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এমন তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জম্মু-কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া একটি ঘটনার পর ভারত সিন্ধু পানি চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়েছিল। এই সিদ্ধান্তের পরপরই চীন সক্রিয়ভাবে পাকিস্তানের সঙ্গে অবকাঠামো উন্নয়ন জোরদার করছে বলে ধারণা করা হচ্ছে।
চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না এনার্জি ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০১৯ সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে মোহমান্দ হাইড্রো পাওয়ার প্রকল্পে কাজ করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে তারা বাঁধের কংক্রিট ভরাট কাজ শুরু করেছে, যাতে প্রকল্পটি নির্ধারিত সময়ের আগেই শেষ করা যায়।
বহুমুখী কার্যকারিতা সম্পন্ন এই মোহমান্দ বাঁধ প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, কৃষিকাজে সেচ ও শহরে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হবে। সম্পন্ন হলে বাঁধটি ৮০০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে এবং প্রতিদিন প্রায় ৩০ কোটি গ্যালন পানি সরবরাহ করবে পেশোয়ার শহরে।
চীন ও পাকিস্তান বর্তমানে একাধিক যৌথ উন্নয়ন প্রকল্পে কাজ করছে, যার মধ্যে রয়েছে শিল্পায়ন, কৃষি খাতের উন্নয়ন এবং সাধারণ জনগণের জীবনমান বৃদ্ধির নানা উদ্যোগ। এসব প্রকল্পের বড় অংশই চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (CPEC)-এর আওতায় বাস্তবায়িত হচ্ছে।
এ ছাড়া, চীন-পাকিস্তান সহযোগিতার অন্যতম বড় দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে দিয়ামার-ভাশা বাঁধ প্রকল্পকে, যা অনেকের কাছে পাকিস্তানি ‘থ্রি গর্জেস’ হিসেবেও পরিচিত।
একটি মন্তব্য পোস্ট করুন