ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইউনূস সরকার ভারতের জন্য অগ্রহণযোগ্য হয়ে উঠেছে। এ কারণে দিল্লির প্রভাবশালী মহল ও গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে প্রভাব বিস্তার করে তাকে পদত্যাগে বাধ্য করার অপচেষ্টা চালানো হচ্ছে।
শনিবার (২৪ মে) দুপুরে লক্ষ্মীপুর জেলা কার্যালয়ে দলীয় দায়িত্বশীল প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি দাবি করেন, "যারা ইউনূস সরকারকে সরাতে চায়, তারা আসলে দিল্লির রাজনীতি বাস্তবায়নের চেষ্টা করছে।"
মানবিক করিডর প্রসঙ্গে ফয়জুল করীম বলেন, "এই করিডরের মাধ্যমে যদি কেবলমাত্র ভারতের স্বার্থ রক্ষা হয়, তাহলে আমরা এর বিরোধিতা করবো। তবে এতে বাংলাদেশের স্বার্থ নিশ্চিত থাকলে আমরা অবশ্যই সমর্থন জানাবো।"
সেনাবাহিনী প্রধানকে উদ্দেশ করে তিনি বলেন, "সেনাপ্রধানের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। রাজনীতিতে অনধিকার হস্তক্ষেপ কাম্য নয়। আমরা তাকে অনুরোধ করবো, যেন তিনি নিজ দায়িত্বেই সীমাবদ্ধ থাকেন
একটি মন্তব্য পোস্ট করুন