দাবি আদায় করবো, না-হয় মাটির নিচে শায়িত হবো: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র হিসেবে স্বীকৃতি পেলেও এখনও শপথ নিতে পারেননি বিএনপি নেতা ইশরাক হোসেন। এই পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ক্ষোভঝরা স্ট্যাটাসে তিনি ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন।

ইশরাক লিখেছেন, “মেয়র পদ আমার মূল লক্ষ্য ছিল না। আমি চেয়েছি অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির আসল চেহারা উন্মোচন করতে—যাদের হৃদয়ে লুকিয়ে আছে ক্ষমতাকে স্থায়ী করার নোংরা বাসনা।”

তিনি বলেন, “অসংখ্য গালাগালি ও অপমান সহ্য করেছি, শুধুমাত্র গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকার রক্ষার জন্য। আমি তাদের মুখোশ খুলে দিতে চেয়েছি।”

তার অভিযোগ, “এই মহল শুধু নিরপেক্ষতা বিসর্জন দেয়নি, বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে সরাসরি কাজ করেছে। তারা বিচারকদের হুমকি দিয়েছে, নির্বাচন কমিশনকে অস্বীকার করেছে, আদালতের রায়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে এবং আমলাতন্ত্রের একাংশকে সঙ্গে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।”

ইশরাক আরও বলেন, “একদিন সবাই জানতে পারবে—এই চক্রান্তে কারা কারা জড়িত ছিল।”

স্ট্যাটাসের এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি লেখেন, “হাসিনারেও বলছিলাম, কবরটা ঠিক করাই আছে—আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই এখানেই শেষ নয়। অথবা আমরা আমাদের দাবি আদায় করবো, না হয় মাটির নিচে আল্লাহর নির্ধারিত জায়গায় থাকবো। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্রের প্রশ্নে আমরা একচুলও পিছু হটবো না।”

নির্বাচন ঘিরে রাজনৈতিক নাটকীয়তা

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু সাম্প্রতিক এক রায়ে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ২০২৫ সালের ২৭ মার্চ শেখ তাপসের জয় বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন।

এর ধারাবাহিকতায় ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে ইশরাককে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়। তবে গেজেট প্রকাশের পরও এখনো শপথ নিতে পারেননি ইশরাক, যা নিয়ে বিএনপি এবং তার সমর্থকরা রাজধানীতে নিয়মিত বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন