ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইউনুস সরকারের পদত্যাগ নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তা অনাকাঙ্ক্ষিত। তিনি স্পষ্ট করে বলেন, “ওই চেয়ারে আপনি নিজে বসেননি, জনগণ আপনাকে সেখানে বসিয়েছে। জনগণের অনুমতি ছাড়া আপনি ইচ্ছেমতো সরে যেতে পারেন না। এটা দায়িত্ব ও সম্মানের সঙ্গে সাংঘর্ষিক।”
শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা কার্যালয়ে আয়োজিত ইসলামী যুব আন্দোলনের সদর উপজেলার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ফয়জুল করীম আরও বলেন, “জনগণ আপনাকে শান্তি, মুক্তি, বৈষম্যহীন সমাজ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সেখানে বসিয়েছে। আপনি চাইলেই পদত্যাগ করতে পারেন না। এটা আপনার ব্যক্তিগত ইচ্ছার বিষয় নয়। আপনি থাকবেন কি থাকবেন না, সেটি বাংলাদেশের জনগণের বিষয়, রাষ্ট্রীয় ব্যাপার।”
ভারত প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে ভারত খুশি হয়, মোদি সরকার খিলখিল করে হাসে। আপনি এমন সিদ্ধান্ত নেবেন যাতে বাংলাদেশের জনগণ সত্যিকার স্বাধীনতা উপভোগ করতে পারে। আমরা ভারতের পরানো জিঞ্জিরা থেকে মুক্তি চাই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সভাপতি শরাফত করীম জিহাদী। এতে আরও বক্তব্য রাখেন—কুমিল্লা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম আব্দুর জাহের আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সেক্রেটারি জহির উদ্দিন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান এবং সেক্রেটারি শোরাফ উদ্দিন স্বপন।
একটি মন্তব্য পোস্ট করুন